Home / ত্বকের যত্ন / যারা স্ক্রাবিং ছেড়ে কেমিক্যাল এক্সফোলিয়েটিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই টোনারটি হতে পারে A great product to start

যারা স্ক্রাবিং ছেড়ে কেমিক্যাল এক্সফোলিয়েটিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই টোনারটি হতে পারে A great product to start

Pixi Glow Tonic 100ml🔥

– এটি একটি কেমিক্যাল বেইস্ড এক্সফোলিয়েটর, যা ত্বকের মৃত কোষ গুলো দূর করবে এবং ত্বকের গভীর থেকে ময়লা পরিস্কার করবে।

এটি এমন একটি গ্লো টনিক, যা একই সাথে৷ টোনার এবং এক্সফোলিয়েটরের কাজ করবে।

– এটি স্কিনের পিগমেন্টেশন, ডার্ক স্পট দূর করবে এবং স্কিন ব্রাইট করবে।

– ব্রণের দাগ দূর করতে সাহায্য করবে।

– স্কিনের পিএইচ ব্যালান্স ঠিক রাখে।

– স্কিনকে ডিপ ক্লিন করবে।

– মৃত কোষ দূর করবে।

– অয়েল কন্ট্রোল করবে।

এতে ৫% গ্লাইকোলিক এসিড রয়েছে। আমরা সবাই জানি গ্লাইকোলিক এসিড আমাদের ত্বকের জন্য কতটা উপকারি।

– এতে আরো রয়েছে ঘৃতকুমারী, জিনসেং এবং বোটানিক্যাল নির্যাস যা ত্বকের পুষ্টি যোগায় এবং ত্বককে করে তুলে দাগহীন ও উজ্জ্বল।

– সকল প্রকার ত্বকের জন্য মানানসই।

– এটি অ্যালকোহল ও প্যারাবেন ফ্রি।

– সপ্তাহে ২-৩ বার ব্যবহার করবেন এর বেশি নয়।

Soap-and-glory-breakfast-body-scrub-768x768

Check Also

young woman applying sunscreen her face snow landscape

কেন শীতে সানস্ক্রিন ব্যবহার করবেন?

  শীতে সানস্ক্রিন ত্বকের ক্যান্সার হওয়ার অন্যতম কারণ হলো সূর্যের ক্ষতিকর রশ্মি। সূর্যের আলোতে থাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *